Sobujbangla.com | নিবন্ধিত হজযাত্রীরা চাইলে টাকা ফেরত নিতে পারবেন,
News Head

নিবন্ধিত হজযাত্রীরা চাইলে টাকা ফেরত নিতে পারবেন,

  |  ১৯:৪৫, জুন ২৩, ২০২০

এ বছর সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। যাতে শুধু দেশটিতে অবস্থানরতরাই হজ পালন করতে পারবেন। এতে হতাশা জানিয়েছেন আগ্রহী অনেকে। বাংলাদেশের হজ এজেন্সিগুলোর সংগঠন-হাব জানায়, এবার যারা নিবন্ধন করেছিলেন, আগামী বছর হজযাত্রায় তারাই অগ্রাধিকার পাবেন। ধর্ম সচিব জানান, হজের জন্য জমা দেয়া অর্থ ফেরত নিতে পারবেন।
বাংলাদেশ থেকে প্রতি বছর হজের সুযোগ পান, প্রায় ১ লাখ ২৪ হাজারের বেশি মুসলমান। এবার কোটা বাড়িয়ে ১ লাখ ৩৭ হাজার নির্ধারণ করেছিল সৌদি সরকার। কিন্তু, করোনার আঘাতে বিপর্যস্ত বিশ্বে অনিশ্চিত হয়ে পড়ে হজ। তারপরও দেশ থেকে নিবন্ধন করেছিলেন, সাড়ে ৬৪ হাজার। তবে, সেই আশায় গুড়েবালি। সৌদি আরব অবস্থানরত ছাড়া এবার আর কেউ হজ করতে পারবেন না। রাষ্ট্রীয় টিভির মাধ্যমে এ তথ্য জানিয়ে দেয়, সৌদি সরকার।
বিষয়টি নিয়ে হতাশা জানিয়েছেন, নিবন্ধনকারীরা।
এ বছর সরকারি নিবন্ধিত হজযাত্রী ৩ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ৬১ হাজার ১৪২ জন। বেসরকারি হজ যাত্রীরা প্রায় ২ লাখ টাকা এজেন্সির নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। এর মধ্যে রয়েছে বিমান ভাড়া ও সৌদি মোয়াল্লেম ফি। হাব বলছে, দুশ্চিন্তার কিছু নেই। ২০২১ সালে এবারের নিবন্ধনকারীরা হজে অগ্রাধিকার পাবেন।
ধর্ম সচিব মো: নূরুল ইসলাম জানান, কেউ চাইলে জমা অর্থ ফেরত নিতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন দেশ থেকে হাজিরা গেলে, সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। তাই সীমিত পরিসরে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, সৌদি আরবের ধর্মবিষয়ক সর্বোচ্চ পরিচানা পর্ষদ-দি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ